এইচএসসির পুনর্মূল্যায়নে ঢাকা বোর্ডে আরও ২৬ জিপিএ-৫
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলাফলে ঢাকা বোর্ডে আরও ২৬ জন জিপিএ-৫ পেয়েছে। দেড় শতাধিক ফলাফলে এসেছে পরিবর্তন। এর মধ্যে একজন ফেল থেকে পেয়েছে সবোর্চ্চ গ্রেড পয়েন্ট।
আজ রোববার শিক্ষা বোর্ডটির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরিবর্তিত ফলের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর মুঠোফোনে পাঠানো হয়েছে এসএমএস।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে মোট ১৫৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৮ জন। সেই ৩৮ জনের মধ্যে একজন পেয়েছে জিপিএ-৫। পরিবর্তিত ফলাফালে মোট জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে, তারা মুঠোফোনে এসএমএস পেয়েছে। এ ছাড়া আমাদের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। সেদিন ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ তিন হাজার ২৪৪ জন। তাদের মধ্যে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষায় অংশ নেয়। আর, উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ছয় হাজার ৭১৮ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী।
বোর্ড অনুযায়ী পাসের হার- ঢাকা ৯৬ দশমিক ২০ শতাংশ, বরিশাল ৯৫ দশমিক ৭৬, রাজশাহী ৯৭ দশমিক ২৯, চট্টগ্রাম ৮৯ দশমিক ৩৯, কুমিল্লা ৯৭ দশমিক ৪৯, ময়মনসিংহ ৯৫ দশমিক ৭১, যশোর ৯৮ দশমিক ১১, সিলেট ৯৪ দশমিক ৮০, দিনাজপুর ৯২ দশমিক ৪৩, মাদরাসা শিক্ষা বোর্ড ৯৫ দশমিক ৪৯ এবং কারিগরিতে ৯২ দশমিক ৮৫ শতাংশ।