একা একা কারিগরি পরীক্ষা দিলেন ইউপি চেয়ারম্যান
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দেওয়া প্রবেশপত্র অনুযায়ী, ৫৪ বছর বয়স তাঁর। এই বয়সে পরীক্ষাকেন্দ্রে গিয়েছেন তিনি। তবে পরিদর্শক হিসেবে নয়, পরীক্ষার্থী হিসেবে।
সারা দেশে আজ রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল্লাহ ফকিরও। রামপাল সদরের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে একা একা পরীক্ষা দিয়েছেন তিনি।
ইউপি চেয়ারম্যানের দাবি, তিনি অসুস্থ। তাই একা একা পরীক্ষা দিয়েছেন।
তবে, স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, আব্দুল্লাহ ফকির সুস্থ ও স্বাভাবিক আছেন। দীর্ঘদিন পরে এসএসসি পাস করার ইচ্ছায় অনৈতিক সুবিধা গ্রহণের জন্য তিনি এই পদ্ধতি অবলম্বন করেছেন।
শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কারিগরি শাখার কেন্দ্র সচিব মো. জাহিদুল হক বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মো. আব্দুল্লাহ ফকির নিজেকে অসুস্থ দেখিয়ে আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাঁকে অসুস্থ শয্যায় পরীক্ষার অনুমতি দিয়েছি।
যোগাযোগ করা হলে আব্দুল্লাহ ফকির জানান, পড়াশুনার কোনো বয়স নেই। তাই পড়াশুনা করছি।