এবার জাবিতে চান্স নিয়ে আশাবাদী সেই বেলায়েত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের জন্য পরীক্ষা শেষে ভর্তি নিয়ে আশাবাদ জানিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। যদিও ৮০টি প্রশ্নের মধ্যে ৫৩টির উত্তর দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটে অংশ নেন বেলায়েত। পরীক্ষা শেষে তিনি বলেন, ‘৮০টি প্রশ্নের মধ্যে ৫৩টির উত্তর দিয়েছি। তবে, দুই-একটি ভুল হতে পারে। চান্স পেতে পারি।’
বেলায়েত আরও বলেন, ‘জাবির সাংবাদিকতা বিভাগে পড়ার খুব ইচ্ছা। কিন্তু, জানতে পারলাম, ভোকেশনাল থেকে সিট মাত্র চারটি। এখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক। সে কারণে এই বিভাগে ভর্তির সুযোগ পাব কি না নিশ্চিত না।’
এর আগে গত ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন বেলায়েত শেখ। তবে, উত্তীর্ণ হতে পারেননি। পরে গত ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। এখন ফলাফলে অপেক্ষায় আছেন।
জাবির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দেবেন বলে জানিয়েছেন বেলায়েত শেখ। কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলেও লেখাপড়া চালিয়ে যাবেন তিনি।