কাঁথা-বালিশ নিয়ে রাবি শিক্ষার্থীর অবস্থান, আবাসিকতার দাবি
ছিনতাইয়ের শিকার হয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিতের দাবিতে অবস্থান নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ রোববার (১৩ মার্চ) বিকেল ৪ টার দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে কাঁথা-বালিশ নিয়ে অবস্থান শুরু করেন তিনি। পরে সন্ধ্যায় ওই হলের প্রাধ্যক্ষের আশ্বাসে তিনি স্থান ত্যাগ করে মেসে ফিরে যান৷
অবস্থান নেওয়া শিক্ষার্থী আবু হানজালা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান৷
আবু হানজালা বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যায় মেসের দিকে যাচ্ছিলাম। এসময় তিনজন লোক বলে—যা আছে দে। তখন আশপাশে কেউ ছিল না। প্রথমে আমি দিতে রাজি ছিলাম না। পরে কিছু লোক ওই পথে আসায় আমাকে ছেড়ে দেয়। বলছে—তোরে পরে দেখে নেব। ওদের ভাষা রাজশাহীর স্থানীয়দের মতো ছিল।’
নিরাপত্তা চেয়ে ওই শিক্ষার্থী বলেন, ‘আমরা যারা বিনোদপুরে আছি, তারা সবাই অনিরাপত্তায় ভুগছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা নিরাপদ মনে করি না। আমার এই অবস্থান সবার জন্য। শুধু আমি না, সবার আবাসিকতার জন্য আমি এখানে বসেছি।’
জানতে চাইলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ বলেন, ‘আজকে আমাদের হলের সামনে যে শিক্ষার্থী অবস্থান নিয়েছে, আমি জানি না সে আমাদের হলের কিনা। আমরা সাধারণত প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট দিতে পারি না। আমরা তাকে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। তবে, পরবর্তীতে যদি হলের কোনো সিট খালি হয়, তাহলে আমরা চেষ্টা করব তাকে হলে ওঠানোর জন্য।’