চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট নির্বাচন ৬ মার্চ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের শিক্ষক ক্যাটাগরির চার পদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ মার্চ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে সিন্ডিকেটের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, আগামী রোববার খসড়া ভোটারের তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটারের বিষয়ে লিখিত আপত্তি নেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এরপর ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত মনোনয়নের ফরম বিতরণ করা হবে। ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিন দুপুর ১২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সর্বশেষ ৬ মার্চ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে ভোটগ্রহণ হবে৷
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ হচ্ছে সিন্ডিকেট। শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী নিয়োগ ও পদোন্নতি থেকে শুরু করে সব সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী, ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও একাডেমিক কাউন্সিল থেকে মনোনীত সদস্যসহ মোট সাতটি পদ থেকে একজন করে প্রতিনিধি থাকার কথা। তবে ১৬ সদস্যের এই পর্ষদে শিক্ষক ক্যাটাগরির বর্তমানে কোনো প্রতিনিধি নেই। এ পর্ষদে বর্তমানে নয়টি পদই শূন্য। মেয়াদোত্তীর্ণ সদস্য রয়েছেন আরও একজন।