চবির তিন শিক্ষার্থীকে মারধর : ফটক অবরোধ করে বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সিএনজি চালিত অটোরিকশাচালকের মারধরের ঘটনায় ফটক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার সন্ধ্যায় কয়েক ঘণ্টা চলে এ অবরোধ। পরে প্রক্টরের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আহত তিন শিক্ষার্থী হলেন—বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের রৌফন প্রামাণিক, অর্থনীতি বিভাগের ফয়সাল নাফি এবং গণিত বিভাগের ছাত্র ফজলে রাব্বি।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ভাড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন সিএনজিচালক ওই তিন শিক্ষার্থীকে মারধর করেন। এতে একজনের মাথা ফেটে যায়। বাকিরা রক্তাক্ত হন। পরে সিএনজি চালকরা চলে যান।
ঘটনার পর আহতদের উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যান সাধারণ শিক্ষার্থীরা। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়টির ফটকে অবস্থান নেন। এরপর সেখানে বিক্ষোভ করেন। একই সঙ্গে ফটক অবরোধ করে রাখেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‘প্রায়ই ভাড়ার জন্য শিক্ষার্থীরা সিএনজিচালক এবং রিকশাচালকদের কাছে হেনস্তার শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের কাছ থেকে তাঁরা জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন। এমনকি, শিক্ষার্থীদের গায়ে হাত তুলতেও দ্বিধা করেন না।’
প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। সিএনজিচালক সমিতির সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’