চবির ৩৯তম ব্যাচের ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলন
ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৯তম ব্যাচের বন্ধুরা। গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের উইন্ড অব চেঞ্জ রেস্টুরেন্টে দুই শতাধিক বন্ধুর উপস্থিতিতে এই ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে তারা ইফতারি বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচ কার্যনির্বাহী কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়। সে সময় মাহবুবুল আলম বলেন, ‘এটি ভাতৃত্বের বন্ধন যেখানে নেতৃত্ব গৌণ বিষয়। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বন্ধুত্বের ঐক্যবদ্ধ শক্তিতেই এগিয়ে যাবে সমাজ-দেশ।’
ইফতার মাহফিল ও বন্ধু সম্মেলনে এসে দীর্ঘদিন পর প্রাণের বন্ধুদের কাছে পেয়ে আড্ডায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা।
রাশেদ এইচ চৌধুরী বলেন, ‘কোনো ষড়যন্ত্রই বন্ধুদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। এসময় বন্ধুত্বের টানে সবাইকে বিভেদ ভুলে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।’
ইফতার শেষে সবাই ফটোসেশন আর আড্ডায় মেতে ওঠেন। কেউ করেন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে সাধারণ সম্পাদক ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী অতীতের মতো সামনের দিনগুলোতেও সবাইকে ব্যাচের অনুষ্ঠান সার্থক করে তোলার আহবান জানান।
অপরদিকে অনুষ্ঠান শেষে সবাই ফটো সেশন আর আড্ডায় মেতে উঠেন। কেউ করেন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ। সবাই সভাপতি রাশেদ এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরীকে বারংবার এরূপ বন্ধু সম্মিলন আয়োজনের অনুরোধ জানান যাতে বিশ্ববিদ্যালয় জীবনের সকল বন্ধু একসাথে হতে পারে।