চবি কর্মকর্তার ওপর হামলা, অফিসার সমিতির কর্মবিরতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হিসাব বিভাগে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান জানান, জোহর নামাজের পর একদল দুর্বৃত্ত স্লোগান দিয়ে এসে প্রশাসনিক ভবনে হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় প্রশাসনের অন্য কর্মকর্তারা দুর্বৃত্তদের হাত থেকে তাঁকে উদ্ধার করেন।
তবে মুখে মাস্ক থাকায় কাউকে চেনা যায়নি বলে জানান চবি প্রক্টর।
এদিকে, ঘটনা তদন্তে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মনছুরকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক রবিউল হাসান, ফজলুল করিম ও অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ।
অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান জানান, এ ঘটনার প্রতিবাদে অফিসার সমিতি আগামীকাল বুধবার চবি চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।