ছাত্রলীগের সংঘর্ষ : চুয়েট বন্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আজ মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে ছাত্রদের ও আগামীকাল সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চুয়েট বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।
চুয়েট রেজিস্টার ড. ফারুক উজ জামান চৌধুরী জানান, মঙ্গলবার সকালে জরুরি সভায় চুয়েট এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক পর্যায়ের সকল একাডেমিক কার্যক্রম, পরীক্ষাসহ আবাসিক হল আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
জানা যায়, গত শনিবার পক্ষ দুটির মধ্যে সংঘর্ষ শুরু হয়। রোববার রাত পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। গতকাল সোমবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি ছিল থমথমে। দুই পক্ষ নিজেদের নিয়ন্ত্রণাধীন হলগুলোতে অবস্থান নেয়।
ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় আতঙ্কে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশের দাবিতে সোমবার ক্লাস বর্জন করে। দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেরও দাবি জানান তাঁরা।
এমন পরিস্থিতিতে উপচার্যের কার্যালয়ে বসা বিভাগীয় প্রধানদের বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত এলো।