ছাত্র উপদেষ্টা নিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত করল জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ৯০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই উপদেষ্টা শিক্ষার্থীদের সঠিক পাঠাভ্যাস, গ্রহণযোগ্য আচরণ, সামাজিক সচেতনতা, ব্যক্তিগত আচরণে আবেগকে নিয়ন্ত্রিত রাখার অভ্যাস গড়ে তোলার জন্য সহযোগিতাসহ নানা দায়িত্ব পালন করবেন। এ পদের মেয়াদ হবে দুই বছর।
আজ বুধবার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
ছাত্র উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়ায় বলা হয়েছে, প্রতিটি ইনস্টিটিউট, বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের প্রেক্ষিতে উপাচার্যের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট ইন্সটিটিউট, বিভাগের শিক্ষকের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে ছাত্র উপদেষ্টা নিযুক্ত হবেন। তবে, এক্ষেত্রে কোনো শিক্ষক যদি অন্য কোনো প্রশাসনিক পদে নিয়োজিত থাকেন তাহলে তিনি এ পদে নিযুক্ত হতে পারবেন না।
অন্যদিকে কোনো শিক্ষক যদি এই পদটি যুক্তিসঙ্গত কারণে গ্রহণ করতে না চান, তাহলে পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হবেন। আবার যুক্তিসঙ্গত কারণে যিনি এই দায়িত্ব গ্রহণ করেননি, পরে তিনি এই দায়িত্ব আবার পেতে পারেন।
নিয়োগ প্রক্রিয়ায় আরও বলা হয়েছে, ছাত্র উপদেষ্টা নিয়োগে কোনো জটিলতা দেখা দিলে উপাচার্যের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।