ছয়দিন বন্ধ থাকবে জবির শিক্ষার্থীদের বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নিয়ে দৈনিক চলাচল করা বাসগুলো ছয়দিন বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে যদি কোনো শিক্ষার্থীর পরীক্ষা থাকে তাহলে তাঁকে নিজ ব্যবস্থাপনায় ক্যাম্পাসে আসতে হবে।
আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবহণ প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ।
এর আগে পরিবহণ অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের বাস বন্ধের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের যানবাহনে যাতায়াতকারী সব ছাত্রছাত্রীকে অবগত করা যাচ্ছে যে আগামী ২৪, ২৫, ২৭, ২৮, ৩০ ও ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় ব্যবহৃত দৈনিক চলমান যানবাহনগুলো বন্ধ থাকবে।’
আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘২৬ ডিসেম্বর তিনটি বিভাগের পরীক্ষা থাকায় শুধুমাত্র ওইদিন বাস চলাচল করবে। অন্য দিনগুলোতে যদি একটি বিভাগের পরীক্ষা থাকেও সেইক্ষেত্রে অল্প কয়েকজন শিক্ষার্থীর জন্য বাস চালানো সম্ভব না। যদি ধরি বিভিন্ন রুটে ৫০ জন শিক্ষার্থী ওইদিন বাস চালালে খরচ প্রায় এক লাখ বিশের মতো। তাও আবার কোন রুটে শিক্ষার্থী আছে কোন রুটে নাই এটাও তো আমার জানা নেই।’