জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু চেয়ারের প্রবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য যে ব্যক্তিকে নিয়োগ করা হবে, তিনি ‘বঙ্গবন্ধু চেয়ার’ বলে অভিহিত হবেন। এ পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। পদটি জাতীয় বেতন স্কেলের প্রথম গ্রেডের অধ্যাপক পদের সমমান হবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার জানান, বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন করার জন্য গঠিত কমিটি কর্তৃক প্রণীত ও ডিন্স কমিটির ১৩তম সভার সুপারিশ মোতাবেক ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার নীতিমালা-২০২২’ সিন্ডিকেটের ৯০তম সভায় অনুমোদিত হয়।
নীতিমালায় বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ ও কার্যকালে বলা হয়েছে, গঠিত কমিটি কর্তৃক সুপারিশকৃত প্যানেলের মধ্য থেকে সিন্ডিকেট কর্তৃক বঙ্গবন্ধু চেয়ার পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে; নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে সিন্ডিকেট কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে যোগদান করতে হবে এবং যোগদানের তারিখ হতে এই নিয়োগ কার্যকর হবে। বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োজিত ব্যক্তি পদাধিকার বলে বা অন্য কোনভাবে বিশ্ববিদ্যালয়ের অন্য কোন পদে নিয়োজিত হবেন না; বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকের কোন কার্যক্রম বাংলাদেশের তথা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের সাথে সঙ্গতিপূর্ণ না হলে কিংবা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য ক্ষতিকর বিবেচিত হলে; এ ব্যাপারে বঙ্গবন্ধু চেয়ার পদ ব্যবস্থাপনা কমিটির সুপারিশক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ক্ষেত্রে সিন্ডিকেটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কীর্তি, চেতনা, দর্শন ইত্যাদি বিষয়ে গবেষণা করা; তাঁর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন দিকের উপর গভীর অধ্যয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের ক্ষমতা জোরদার করা এবং উঁচুমানের গবেষক তৈরিতে পৃষ্ঠপোষকতা করা; প্রতি বছর অন্তত ৪টি গবেষণাধর্মী উন্মুক্ত বক্তৃতা প্রদান করা; গবেষণা প্রকল্পের প্রতিবেদন সেমিনারে উপস্থাপন করা ও পুস্তকাকারে প্রকাশের জন্য কমিটির কাছে দাখিল করা; এমফিল বা পিএইচডি শিক্ষার্থীদের গবেষণা তত্ত্বাবধান করা ও যে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিদ্যায়তনিক বক্তৃতা প্রদান করাই বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্ব ও কর্তব্য।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পাস হয়েছে। নীতিমালাও তৈরি হয়েছে। খুব দ্রুতই একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেওয়া হবে।
বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ-বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে।