জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের চার শিক্ষার্থী পেলেন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গণিত বিভাগ আয়োজিত চতুর্থ এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁদের এ স্বর্ণপদক দেওয়া হয়।
স্বর্ণপদক পাওয়া চারজন শিক্ষার্থী হলেন—স্নাতকের শিক্ষার্থী শিশির রঞ্জন দাস ও তাসলিমা আক্তার এবং স্নাতকোত্তরের শিক্ষার্থী সেলিম হোসেন ও শ্রীধাম চন্দ্র অধিকারী।
অনুষ্ঠানে কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন, ‘যারা গণিতশাস্ত্র চর্চা করে, তাদের মন মানসিকতা ভালো হয়। গণিতে যারা পড়ে, ভবিষ্যতে তারা অবশ্যই ভালো কিছু করবে। যারা গোল্ড মেডেল পেয়েছে তারা অনেক কষ্ট করে এখানে এসেছে।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে জনবহুল একটি বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। গণিত জানলে সব কিছুই জানা যায়।’
অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশী কবির প্রমুখ।