জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুপেয় পানির অভাবে দুর্ভোগে শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পর্যাপ্ত পরিমাণে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের গুটিকয়েক বিভাগ, একমাত্র ক্যাফেটেরিয়া ছাড়া আর কোথাও সুপেয় পানি পাওয়া যাওয়া না।
ক্লাস-পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের পানির জন্য নির্ভর করতে হয় ক্যাফেটেরিয়ার ওপর৷ এসময় পানি সংগ্রহ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় তাঁদের। তাও সময়মতো পানি পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটা বিশ্ববিদ্যালয়ে এতো শিক্ষার্থী পড়াশোনা করে কিন্তু ঠিকভাবে পানির ব্যবস্থাটা পর্যন্ত রাখা হয়নি। পানি নিতে ক্যাফেটেরিয়ায় লাইন ধরতে হয়।
পুরান ঢাকায় মেসে থেকে পড়াশোনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি বলেন, পুরান ঢাকার কয়েকটি সমস্যার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির অভাব। তাই ক্যাম্পাস থেকেই বাসার জন্য পানি নিয়ে যাই। রাতে আবার ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যায়, তখন মসজিদ থেকে গিয়ে পানি আনতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই তো কল লাগিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিতে পারে আমাদের জন্য।
এদিকে কয়েকটি বিভাগ ছাড়া বেশিরভাগ বিভাগেই শিক্ষার্থীদের জন্য নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহেরাব বলেন, বিভাগে খাওয়ার পানির ব্যবস্থা নেই। এখন আমাদের ক্লাস হয় ১০তলায়। দেখা যাচ্ছে পানি খাওয়ার জন্য দশতলার নিচে নামতে হয় কিংবা অন্য বিভাগে যেতে হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এনটিভি অনলাইনকে বলেন, কল লাগালে তো ভেঙেচুরে খুলে নিয়ে যায়। দেখা যাক, এখন এমন জায়গায় কল লাগানোর ব্যবস্থা করতে হবে যেখানে মানুষজনের আনাগোনা রয়েছে, নিরাপদে রাখা যাবে।