জন্মদিনে পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিলেন ছাত্রদল নেতা আরিফ
দেশের শীর্ষ বিদ্যাপীঠের ছাত্র তিনি। আজ রোববার (২ এপ্রিল) ছিল তার জন্মদিন। সাধারণত বিশেষ এই দিনে স্বজনদের সঙ্গে দিন কাটানোর রীতি থাকলেও এই শিক্ষার্থী নিজের জন্মদিন উদযাপন করেছেন পথশিশুদের সঙ্গে। তাদেরকে নিয়েই কেটেছেন কেক ও করেছেন ইফতারি। পরে, পথশিশুদের দিয়েছেন খাবারও। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আরিফুর রহমানের কথা।
এই শিক্ষার্থী রাজনৈতিক দল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক। আজ ঢাবির কার্জন হলে এ আয়োজন করেন তিনি। এ সময় ঢাবি ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আরিফুর রহমান বলেন, ‘জন্মদিন আমাদের জীবনে যেমন একটি আনন্দের উপলক্ষ, তেমনই এটি আমাদের জন্য শিক্ষা ও অনুধাবনের। যাপিত জীবনে আমরা যখন আনন্দ উদযাপন করছি, তখন আমাদেরই আশেপাশে অনেকের জীবনে এই আনন্দটুকু নেই।’
ঢাবির এই শিক্ষার্থী আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশে এক ধরণের নীরব দুর্ভিক্ষ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই অস্থির সময়ে আমাদের আশেপাশে অসংখ্য ছিন্নমূল পথশিশুদের পদচারণা রয়েছে। আমরা খুব কাছ থেকেই এদের সুখ-দুঃখের ভাগীদার। তাই প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি, আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তটিকে তাদের সাথে ভাগাভাগি করে নিতে। আমি চাই, আমাদের আনন্দ সকলের মাঝে বিরাজমান থাকুক।’