জবিতে করোনা টিকাদান কার্যক্রম শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থাপিত অস্থায়ী করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১০ জন শিক্ষার্থীকে সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে উৎসবমুখর পরিবেশে এ টিকা গ্রহণ করে।
এর আগে বেলা ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ‘এসো জ্ঞানের মশাল বয়ে নিয়ে যাই আগামীর পানে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস- ২০২১ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসের দিন ক্যাম্পাসেই শিক্ষার্থীদের টিকা দিতে পেরে খুবই আনন্দিত। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনেরও কার্যক্রম শুরু হবে। আশা করি সবাই সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করবে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনষ্টিটিউটসমূহের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা ছিলেন।
আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শুধুমাত্র প্রথম ডোজের টিকা দেওয়া হবে।