জবিতে করোনা টিকার দ্বিতীয় ডোজ ৫ ডিসেম্বর থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ আগামী ৫ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ টিকা দেওয়া হবে।
আজ সোমবার এনটিভি অনলাইনকে দ্বিতীয় ডোজ টিকার কার্যক্রম শুরু হওয়ার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
আইনুল ইসলাম বলেন, ‘যারা প্রথম ডোজ নিয়েছে তাঁদের আগামী ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এ তিনদিন করোনার টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে।’
গত ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী করোনা টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল। তখন ছয়দিনের টিকা কার্যক্রমে সর্বমোট ১৯৬০ জন শিক্ষার্থীকে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হয়েছিল।