জবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় একাডেমিক পরীক্ষা বন্ধ
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০টি বিশ্ববিদ্যালয়ের একটি হওয়ায় ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা নেওয়া বন্ধ থাকবে।
জানা যায়, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষা নেওয়ার মধ্য দিয়ে শুরু হবে। এরপর যথাক্রমে আগামী ২৪ অক্টোবর ‘খ’ ও ১ নভেম্বর ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস ও পরীক্ষার তারিখ নির্ধারণ না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় একাডেমিক পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ যদি একই তারিখে পরীক্ষার সময় দিয়ে থাকে তাহলে তা পরিবর্তন করবে।’