জবিতে নতুন শিক্ষাবর্ষে অনলাইন আবেদনের কার্যক্রম শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে (http://admission.jnu.ac.bd) আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরিচালকসহ (আইসিটি সেল) আরও অনেকে ছিলেন।
অনলাইনে আবেদনের কার্যক্রম আজ দুপুর ১২টা থেকে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন সংক্রান্ত সব ধরনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।