জবিতে পরীক্ষা কমিটির সভাপতির আলমারি ভেঙে চুরি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নঈম আকতার সিদ্দিকীর অফিস কক্ষের আলমারির তালা ভেঙে নম্বরপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে গেছে। আজ বুধবার সকালে অফিসে গেলে আলমারির তালা ভাঙা দেখতে পান নঈম আকতার।
মো. নঈম আকতার এনটিভি অনলাইনকে বলেন, আমার কক্ষের মেরামতের কিছু কাজ থাকায় গতকাল রুমের চাবি বিভাগের এক পিয়নের কাছে দিয়ে গিয়েছিলাম। আজ বিভাগে যাওয়ার পর রুমের বাইরের তালাটা ঠিক ছিল। রুম খোলার পর ভিতরে গিয়ে আলমারি থেকে কাগজ বের করতে গিয়ে দেখি তালা ভাঙা। তখন আমি দ্রুত বিভাগীয় প্রধান ও একজন কর্মকর্তাকে ডাকলাম। এরপর আলমারি দেখার পর দেখি আমার একটি চেক ছিল সেটি নেই, গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল তাও নেই, বিগত সেমিস্টারের নম্বরপত্র ছিল তাও সরানো হয়েছে। এসব দেখার পর বিভাগের চেয়ারম্যান দ্রুত একাডেমিক মিটিং ডাকেন।
এ ব্যাপারে নঈম আকতার বলেন, ‘বিভাগে আমার সঙ্গে কারো কোনো সমস্যা নেই। আর পিয়ন ছিল বয়স্ক, এখন উনার সঙ্গে কারো কোনো সমস্যার কারণে কেউ কিছু করলো কি না সেটা ভেবে দেখতে হবে। আর কোনো শিক্ষার্থীর এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নই আসে না। এখন বিভাগের অভ্যন্তরীণ পিয়নদের ভিতরে কেউ করতে পারেন বলে মনে হয়।’
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘বিষয়টি জেনেছি ও দেখেছি। রোববার মিটিং ডেকেছি। মিটিংয়ে আলোচনা হবে।’
আলোচনার পর প্রশাসন বরাবর অভিযোগ দেওয়া হবে কি না এমন প্রশ্নে অরুণ কুমার বলেন, ‘রেজিস্ট্রারকে এর আগেও আমার নিজের ড্রয়ারের তালা ভাঙার বিষয়ে জানানো হলেও সে ঘটনার কিছু হয়নি।’
এর আগেও মো. নঈম আকতার সিদ্দিকীর বিভাগে যোগদানের নথিভুক্ত ফাইলটি চেয়ারম্যানের ড্রয়ার থেকে চুরি হয়ে যায়।