জবিতে পূজার পর হতে পারে করোনার টিকাকেন্দ্র
পূজার পর পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হতে পারে করোনার অস্থায়ী টিকাকেন্দ্র। আজ সোমবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আইনুল ইসলাম।
ড. মো. আইনুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকতার জন্য কাগজপত্র তৈরির কাজ শুরু হয়েছে। তবে টিকাকেন্দ্র স্থাপন করতে হলে শিক্ষার্থীদের তথ্যও লাগবে। এ জন্য শিক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে টিকার তথ্য দিতে হবে। তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তারা কাগজপত্র সব হাতে পেয়েছে। এখন তারা তারিখ ঠিক করে ক্যাম্পাসে ট্রেনিং দেবে। আমরা কাজ করছি এটা নিয়ে। মন্ত্রণালয় কাগজপত্র তৈরির কাজ করছে।
ছাত্রকল্যাণ পরিচালক আরও বলেন, টিকাকেন্দ্র টিকাকেন্দ্র বললেই তো হবে না, শিক্ষার্থীদেরও তথ্য দিয়ে আগ্রহ দেখাতে হবে। আজও বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছিল। ছাত্ররা কেন টিকার তথ্য দিচ্ছে না? অনুরোধ করব, দ্রুত শিক্ষার্থীরা যাতে তথ্য দিয়ে দেয়। আশা করি, পূজার পরই আমরা টিকাকেন্দ্র পেয়ে যাব।
গত ৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এখনও করোনার টিকার আওতায় আসেননি। তাই সব শিক্ষার্থীকে করোনার টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকাকেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।