জবিতে প্রথম সেমিস্টারের পর কমপক্ষে ১৫ দিন রিভিউ ক্লাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান প্রথম সেমিস্টার শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন রিভিউ ক্লাস হবে। এর মধ্যে যদি কোনো মিডটার্ম, ল্যাব বাকি থাকে এ সময়ের মধ্যে নিতে পারবে। এরপর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে।
আজ শনিবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল।
ডিন বলেন, ‘যাদের যখন প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যাবে, সেখান থেকে কমপক্ষে ১৫ দিন রিভিউ ক্লাস নেওয়া হবে। এর মধ্যে যদি কোনো মিডটার্ম, ল্যাব বাকি থাকে এ সময়ের মধ্যে নিতে পারবে। এরপর পরবর্তী সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। এখন এখানে কারো কারো তিন সপ্তাহ সময়ও লাগতে পারে। এটা বিভাগ বিবেচনা করবে।’
রবীন্দ্রনাথ মণ্ডল আরও বলেন, ‘নির্দেশনা এমন দেওয়া আছে যে, যত দ্রুত দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু করার চেষ্টা করা যায়। আর রিভিউ ক্লাসগুলো অনলাইনে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়া নির্ভর করবে সংশ্লিষ্ট অনুষদের ওপর। অনুষদের ডিন, চেয়ারম্যান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করবেন।’