জবিতে বিএনপিপন্থি সাদা দলের নেতৃত্বে মোশাররাফ-রইছ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সর্বসম্মতভাবে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীনুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাছির আহমাদ, অর্থ সম্পাদক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম ও দপ্তর, জনসংযোগ সম্পাদক হয়েছেন অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কে. এ. এম. রিফাত হাসান।