জবিতে রোববারও দেওয়া যাবে করোনার টিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে করোনার টিকা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। আগামী রোববারও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অস্থায়ী টিকাকেন্দ্রে টিকা দিতে পারবেন।
এদিকে গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচ দিনের টিকা কার্যক্রমে মোট এক হাজার ৬৩০ জন শিক্ষার্থী টিকা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
অধ্যাপক আইনুল ইসলাম বলেন, ‘এ পাঁচদিনে সর্বমোট ১৬৩০ জন টিকা নিয়েছে। আজ শেষদিন আমাদের আশা থেকেও বেশি ভিড় ছিল। তাই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোববার দিনও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আইনুল ইসলাম আরও বলেন, ‘রোববার যাদের রেজিস্ট্রেশন আছে তাঁরা তো আসবে, যাদের শুধু এনআইডি আছে তাঁরাও টিকা নিতে পারবে।’
গত ২১ অক্টোবর শুরু হওয়া এ টিকা কার্যক্রমের প্রথম দিনে টিকা নিয়েছে ১০৫ জন, দ্বিতীয় দিন ২৮০, তৃতীয় দিন ৩৫০, চতুর্থ দিন ৩৯৫ ও পঞ্চম দিনে ৫০০ জন শিক্ষার্থী টিকা নিয়েছেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শিক্ষার্থীদের জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রমও আর একদিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে।