জবিতে ‘র্যাগ ডে’ বিদায় অনুষ্ঠান হিসেবে পালন হবে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এখন থেকে র্যাগ ডে শুধু বিদায় অনুষ্ঠান করে পালন হবে। উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ র্যাগ ডে উদযাপনের নামে নুডিটি, ডিজে পার্টি ইত্যাদি বন্ধ করার জন্য আদেশ প্রদান করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।
এনটিভি অনলাইনকে আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এ বিষয়ে একটি পরিপত্রও জারি করা হয়েছে।
উপাচার্য ইমদাদুল হক বলেন, আমরা শুধু উচ্চ আদালতের নির্দেশ পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে শুধু বিদায় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা যেতে পারে।
বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া পরিপত্রে বলা হয়, উচ্চআদালতের হাইকোর্ট বিভাগ র্যাগ ডে উদযাপনের নামে নুডিটি, ডিজে পার্টি, ভালগারিজম ইত্যাদি কার্যক্রম বন্ধ করার জন্য আদেশ প্রদান করেছেন। অতএব, উচ্চআদালতের হাইকোর্ট বিভাগের উল্লেখিত রিট পিটিশনের আদেশ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে উদযাপনের নামে নুডিটি, ডিজে পার্টি ইত্যাদি কার্যক্রম থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য বলা হলো।