জবির আধুনিক মেডিকেল সেন্টারে নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নেই অগ্নিনির্বাপক ব্যবস্থা। তাৎক্ষণিক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে নেই কোনো প্রস্তুতিও।
গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলা থেকে স্থানান্তর করে রফিক ভবনের নিচতলায় কেন্দ্রীয় আধুনিক মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তবে মেডিকেল সেন্টারটিকে ঢালাওভাবে সাজানো হলেও রাখা হয়নি তাৎক্ষণিক আগুন নেভানোর কোনো ধরনের ব্যবস্থা। এদিকে বৈদ্যুতিক অব্যবস্থাপনার কারণে শর্টসার্কিটসহ যেকোনোভাবে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফলে অগ্নিঝুঁকিতে রয়েছে মেডিকেল সেন্টারটি।
বিশ্ববিদ্যালয়ের এ মেডিকেল সেন্টারে সম্প্রতি শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। টিকা নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা বললে শিক্ষার্থীরা জানায়, মেডিকেল সেন্টারে অনেকে কাজ করেন, আবার শিক্ষার্থীদেরও আসা-যাওয়া থাকে, ফলে একটা ঝুঁকি থেকেই যায়। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে মেডিকেল সেন্টারের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম এনটিভি অনলাইনকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। আর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশাসনের সঙ্গে এখন পর্যন্ত কোনো কথা হয়নি।’
জবির উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘প্রথমে তো ওখানে কিছুই ছিল না। এখন তো কয়েকটা রুমও হয়েছে। আবার শিক্ষার্থীদের টিকা কার্যক্রমও সফলভাবে আয়োজন করা হয়েছে। আস্তে আস্তে সবই হবে। সমস্যা পয়েন্ট আউট করে দেখাও আমাদের, দেখ হয় কি না। সবই হবে।’