জবির ছাত্রী হলের শিক্ষার্থীদের তালা-চাবির টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে তালা-চাবির বিনিময়ে ছাত্রীদের থেকে নেওয়া অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আর কোনো ছাত্রীকে নতুন করে তালা দেওয়া হবে না।
আজ শুক্রবার এনটিভি অনলাইনকে ফোনালাপে এ তথ্য জানিয়েছেন হলের আবাসিক শিক্ষক অধ্যাপক প্রতিভা রাণী কর্মকার।
প্রতিভা রাণী বলেন, ‘আগামী রোববার তালা-চাবির টাকা শিক্ষার্থীদের ফেরত দিয়ে দেওয়া হবে। আর কোনো শিক্ষার্থীকে তালা-চাবি দেওয়া হবে না। যেহেতু তালা নিয়ে এত সমস্যা, তাই শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে তালা কিনে ব্যবহার করবে।’
এ আবাসিক শিক্ষক আরও বলেন, ‘হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৮০০ টাকা নেওয়া হয়েছিল। আমি শুধু সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছিলাম।’
এর আগে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল কর্তৃপক্ষ তালা বিনামূল্যে দিচ্ছে বললেও চাবি বাবদ প্রতি রুম থেকে ছাত্রীদের কাছ থেকে নিয়েছিল ৮০০ টাকা। অর্থাৎ, একটি চাবির জন্য প্রতি শিক্ষার্থীকে গুনতে হয়েছিল ১০০ টাকা করে। চাবি বাবদ এত টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন আবাসিক ছাত্রীরা। এরপর গত ১৮ মে গণমাধ্যমে ‘জবির ছাত্রী হল কক্ষের তালা ফ্রি, চাবির দাম ৮০০ টাকা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।