জবির দুই সহকারী প্রক্টরকে বাহাদুরশাহ পরিবহনের ধাক্কা
রাজধানীতে বাহাদুরশাহ পরিবহনের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই সহকারী প্রক্টর রিকশা থেকে পড়ে গেছেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন আজ রিকশায় করে ক্যাম্পাসে আসছিলেন। এ সময় বেপরোয়া গতির বাহাদুরশাহ পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে তাঁদের রিকশাকে জোরে ধাক্কা দেয়। এতে দুই সহকারী প্রক্টর ও রিকশাচালক রিকশা থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত হন রিকশাচালক।
এ বিষয়ে সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘বৃষ্টির সময় রিকশায় করে ক্যাম্পাসে আসার সময় দ্রুতগতিতে আসা গাড়িটি আমাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এতে আমি ও আমার সহকর্মী এবং রিকশাচালক নিচে পড়ে যাই। আমরা সুস্থ থাকলেও রিকশাচালক তাঁর হাত নাড়াতে পারছিলেন না। পরে আমার সহকর্মী তাঁকে কিছু আর্থিক সাহায্য করেন।’
কাজী ফারুক হোসেন আরও বলেন, ‘গাড়িটি আমাদের ধাক্কা দিয়ে চলে যাওয়ার সময় ওখানকার পুলিশের উপপরিদর্শক নাহিদ ইসলাম গাড়িটি আটক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে গাড়িচালককে আনা হয়। লাইসেন্স দেখাতে না পারলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
ফিটনেসবিহীন বাহাদুরশাহ পরিবহনের অদক্ষ চালকেরা প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছেন। তাদের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন।