জবির শিক্ষক-কর্মকর্তাদের করোনার টিকার দ্বিতীয় ডোজ ৭ ডিসেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ৭ ডিসেম্বর। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অস্থায়ী টিকা ক্যাম্পে আগামী ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিকা ক্যাম্পে আগামী ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ (সিনোফার্ম) দেওয়া হবে। যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টিকা ক্যাম্প থেকে প্রথম ডোজ গ্রহণ করেছে দ্বিতীয় ডোজ নিতে তাদের এ লিঙ্কে (http://student.erp.jnu.ac.bd/jnuis/student/login/view.html) তথ্য প্রদান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রথম ডোজ অন্যকোনো কেন্দ্র থেকে গ্রহণ করে থাকে তাঁরাও টিকা কার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিতে পারবে।