জানুয়ারিতে হলে সিট বরাদ্দ পাবে জবি ছাত্রীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আগামী বছরের জানুয়ারিতে সিট বরাদ্দ দেওয়া শুরু হতে পারে। সিটের জন্য আবেদন করা শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের কাজও চলছে।
আজ মঙ্গলবার এনটিভি অনলাইনকে মুঠোফোনে এমন তথ্য জানিয়েছেন হলের টিউটর সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।
ড. প্রতিভা রানী জানান, ‘আশা করি, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা ভালো একটা খবর দিতে পারব। জানুয়ারিতে যেহেতু ক্লাস শুরু হবে, ওই মাসেই সিট বরাদ্দ দিয়ে দিতে পারব বলে আমি আশা করছি। সবাই সেভাবেই কাজ করে যাচ্ছি।’
হল টিউটর আরও বলেন, ‘শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের কাজ চলছে, এখন শুধু ফাইনাল হবে। খুব দ্রুততার সঙ্গে সবকিছু জানা যাবে।’
জানা যায়, গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আবাসিক ছাত্রী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী সিটের জন্য আবেদন করেছে।
১৬ তলা হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ জন ছাত্রী থাকতে পারবেন। হলের তৃতীয় থেকে ১৬ তলা পর্যন্ত ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। আর নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যানটিন ও ডাইনিং। এ ছাড়া প্রতি তলায় সাতটি করে টয়লেট ও আটটি গোসলখানা রয়েছে। ভবনটিতে চারটি লিফটের ব্যবস্থা রয়েছে।