জাবির ‘এফ’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ সোমবার।
এর আগে গতকাল রোববার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৩২৬। আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৯২৫ জন।
আজ প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একজন ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থেকে তদারকি করছেন। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও আনসার সদস্য। এ ছাড়াও সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় নেওয়া হয়েছে।
গত ৯ নভেম্বর মঙ্গলবার ‘ডি’ ইউনিটের মধ্য দিয়ে জাবির এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। ২২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। এ বছর মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবেন তিন লাখ ৮ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১৬৩ জন।