জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নিতে চায় ঢাবি
চলমান করোনাভাইরাসের অবনতির কারণে অনলাইনে পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। জুলাই মাস থেকে অনলাইনে পরীক্ষার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এনটিভি অনলাইনকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
সভায় প্রত্যেক অনুষদকে কিভাবে অনলাইন পরীক্ষা গ্রহণযোগ্য ও নিরাপদ করা যায় এবং পরীক্ষার প্রক্টরিয়াল বিধি কী হবে এসব বিষয়ে একটি নীতিমালা তৈরি করার প্রস্তাব করা হয়েছে।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, ‘শিক্ষার্থীদের জুলাইয়ের আগে ক্যাম্পাসে ফিরিয়ে না আনতে পারলে জুলাই মাস থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সে বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছি।’
‘এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদকে কিভাবে অনলাইন পরীক্ষা গ্রহণযোগ্য ও নিরাপদ করা যায় এবং পরীক্ষার প্রক্টরিয়াল বিধি কী হবে এসব বিষয়ে একটি নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’
অধ্যাপক মাকসুদ কামাল আরও বলেন, ‘বিভাগগুলোতে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষকদের অনলাইনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা হয়েছে। এখন কিভাবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীরাও কিভাবে পরীক্ষা দিবে এ বিষয়ে পরিকল্পনা করবে অনুষদগুলো।’