টিএসসিতে পাঁচজন ও শামসুন নাহার হলের সামনে থেকে দুজন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে এবং শামসুন নাহার হলের সামনে থেকে ‘আপত্তিকর অবস্থায়’ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়।
আটক সাতজনকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।
আটকের তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী। আটক তরুণ-তরুণীদের কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানিয়েছেন প্রক্টর। তিনি বলেন, ‘টিএসসি থেকে চার তরুণ ও এক তরুণীকে থানায় দেওয়া হয়েছে। এ ছাড়া শামুসন নাহার হলের সামনে অন্ধকারে আপত্তিকর অবস্থায় দুই তরুণ-তরুণীকে পাওয়া গেছে। তাঁদেরও থানায় দেওয়া হয়েছে। তাঁদের এর আগে মাদকসহ পাওয়া গিয়েছিল। তখন তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছিল। আটক করা সবাই বহিরাগত।’
মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়ে প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘ক্যাম্পাসে আমাদের অভিযান নিয়মিত চালানো হবে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইউম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযানে প্রশাসন সাতজনকে থানায় দিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি জানান, এর আগে সম্প্রতি চার দফা অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।