ট্রাকচাপায় মৃত্যু : রাবি ক্যাম্পাসে শিক্ষার্থী হিমেলের জানাজা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মাহমুদ হাবিব হিমেলের জানাজা হয়েছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা হয়।
জানাজা শেষে হিমেলের মরদেহ গাড়ি করে নাটোরের উদ্দেশে নেওয়া হচ্ছে। সেখানে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।
জানাজার সময় নিহত শিক্ষার্থীর মামা মো. মুন্না বলেন, ‘হিমেল খুব অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। এটা মেনে নেওয়া কষ্টকর। আমার বোন আগে স্বামীহারা ছিলেন, আর এখন সন্তানহারা হয়ে গেলেন। এ কষ্ট মেনে নেওয়া কঠিন। ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা আর না ঘটে।’
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘সন্তানহারা পিতার পক্ষে বক্তব্য দেওয়া কঠিন৷ আজ আমার লাশ হিমেলের কাঁধে নেওয়ার কথা ছিল। কিন্তু, পিতার কাঁধে সন্তানের লাশ যে কত ভারী! আমি হিমেলের মায়ের সঙ্গে কথা বলেছি, শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছে, সেসব দাবি মেনে নেব। এরই মধ্যে আমি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছি। আমরা হিমেলের মায়ের সব দায়িত্বও নিয়েছি। আমরা চাই, এভাবে যাতে আর কোনো হিমেল যেন মারা না যায়।’
ক্ষতিপূরণের বিষয়ে উপাচার্য বলেন, ‘ক্ষতিপূরণ নিয়ে হিমেলের মায়ের সঙ্গে কথা বলেছি। আমার জায়গা থেকে পাঁচ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী এ ক্ষতিপূরণ আমরা দিতে পারব। আজ হিমেলের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। এটা নিয়ে আমরা আজ শিক্ষকদের সঙ্গে বসব।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যু হয়।