ডাকসু নির্বাচনের আভাস ঢাবি উপাচার্যের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আভাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আখতারুজ্জামান। যদিও তিনি সম্ভাবনার সঙ্গে জুড়ে দিয়েছেন শর্তও। বলেছেন, ‘যখন সুন্দর একটি পরিবেশ হবে, তখন বিগত সময়ের মতো আবারও আমরা ডাকসু নির্বাচনের জন্য উদ্যোগ নিতে পারব।’
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদের দুটি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘ডাকসু একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেমন প্রত্যাশা করেন, আমরাও এটি প্রত্যাশা করি। নেতৃত্ব বিকাশের জন্য এটি খুবই জরুরি।’
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না, এটি একেবারেই তাদের নিজস্ব বিষয়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা ও মানবিকতার পরিচর্যা ও লালনকেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দলমত ও আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।’
আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। ঢাকা বিভাগের শিক্ষার্থীদের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ইউনিটে ৯৩০ আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ৩০ হাজার ৭১৯ জন।