‘ডিবেটার হান্টে’ চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়
‘ডিবেটার হান্ট-২০২১’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিতার্কিক দল ‘নিশীথিনী’। টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি টিম হোম ইকোনমিকস-এর আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দলকে হারায় জবি’র ‘নিশীথিনী’।
গত শুক্রবার অনলাইনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে সেরা বক্তা হয়েছেন জবি’র বিতার্কিক মাঈন আল মুবাশ্বির।
দেশসেরা বিতার্কিকের খোঁজে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি টিম হোম ইকোনমিকস আয়োজন করে ‘ডিবেটার হান্ট-২০২১’। সনাতনী ফরম্যাটে হওয়া এই বিতর্কে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪ দলের ৭২ জন বিতার্কিক। এতে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম হৃদয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শারমিন সুলতানা নিশি এবং আইন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির।
টিম ‘নিশীথিনীর’ বিতার্কিক তৌফিকুল ইসলাম হৃদয় বলেন, ‘ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিয়ে বেশ ভালো লেগেছে। টুর্নামেন্টটা বেশ গোছানো ছিলো। নতুন কিছু শিখেছি, যা পরবর্তীকালে আরও ভালো করতে অনুপ্রেরণা দিবে।’
চ্যাম্পিয়ন টিমের সেরা বক্তা মাঈন আল মুবাশ্বির বলেন, ‘আগে দুটো রানার আপ ট্রফি থাকলেও চ্যাম্পিয়ন ট্রফি এটাই প্রথম আমার। বিশ্ববিদ্যালয়কে কিছু দিতে পারা বরাবরই আনন্দের। চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে।’
চ্যাম্পিয়ন টিমের দলনেতা শারমিন সুলতানা নিশি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা নিজেদের জায়গা থেকে সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। এই চ্যাম্পিয়নশিপ ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে।’
জবি ডিবেটিং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মুলহাম হায়দার গালিব এনটিভি অনলাইনকে বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি টিম হোম ইকোনমিকস’র আয়োজনে এই টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন বিতার্কিক চ্যাম্পিয়ন হওয়ায় জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আনন্দিত। পূর্বেও এই তিন জন কৃতি বিতার্কিক জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে সফলতা এনে দিয়েছেন। আশা করি, ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে।’