ঢাবিতে অসহায়দের খাবার দিতে এসে হামলার শিকার ছাত্রদল
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অসহায়দের খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে টিএসসিতে এ ঘটনা ঘটে। পরে আহত ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসা নিতে ভর্তি করা হয়।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এনটিভি অনলাইনকে বলেন, ‘অসহায়দের মধ্যে খাবার ও সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করছিলাম। এ সময় টিএসসি এলাকায় একত্রিত হয়ে ছাত্রলীগের সহসভাপতি মিজানুর পিকুলের নেতৃত্বে বহিরাগতরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করেছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকে আহত হয়েছে। শুধু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ২০ জনের মতো চিকিৎসা নিচ্ছে।’
আহতদের মধ্যে ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান শাওন, মুজিব হল ছাত্রদলের সাবেক সদস্য সচিব রুবেলও রয়েছেন।
হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে ক্যাম্পাসে প্রায় ২০-২৫টা মোটরসাইকেল নিয়ে শোডাউন ও মিছিল করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এনটিভি অনলাইনকে বলেন, বিষয়টি জেনেছি। এরই মধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছি যারা বন্ধ ক্যাম্পাসে অস্থিতিশীল ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যদি কারো (ছাত্রদল) সহযোগিতা লাগে তবে আমরা সহযোগিতা করব।
হামলার বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমি ঘটনাটি জানি না। খোঁজ নিয়ে জানাচ্ছি।