ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীর ওপর হামলা, আহত অন্তত ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ছাত্রলীগের দিকে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি পুলিশের। যদিও ছাত্র অধিকার পরিষদের দাবি, হামলায় ৪০ থেকে ৫০ জন আহতের ঘটনা ঘটেছে।
ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আহনাফ সাইদ খান জানান, আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কে হামলার ঘটনা ঘটে। হামলায় সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আখতার হোসাইন হামলায় আহত হয়েছেন। এ সময় তাঁরাসহ ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী আহত হন।
আহনাফ আরও জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহনাফের দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর এই হামলা চালিয়েছে।
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নেওয়াজ খান বাপ্পি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় এগারোটার দিকে রাজু ভাস্কর্যের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এসে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আমাদের চারজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে, তিনজন গণস্বাস্থ্য কেন্দ্রে, আর ১৫ জনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।’ এ ছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাপ্পি বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা গুরুতর আহত করা হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর আমাদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আমাদের অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সালও আহত হয়েছেন।’
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে জানান, ছাত্র অধিকার পরিষদের বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংখ্যা এখনই বলা যাচ্ছে না। তবে, আনুমানিক ১০ থেকে ১৫ জন হবেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানলাম, এরকম কিছু ঘটেনি। গতকাল বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস জয়ী হওয়াতে সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল করছিল, তখন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এগুলো তো ঠিক না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘টিএসসিতে আমাদের টিম পাঠানো হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’