ঢাবিতে সিলসিলা ব্যান্ডের প্রতিষ্ঠাতার ওপর হামলার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কাউওয়ালি গানের ব্যান্ড সিলসিলার প্রতিষ্ঠাতা লুৎফর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনভীর হাসান সৈকতের অনুসারীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে টিএসসিতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লুৎফর রহমান বলেন, ‘আমরা কাওয়ালি গানের ব্যান্ড সিলসিলা থেকে প্রতি বৃহস্পতিবার টিএসসিতে গানের আড্ডা দেই। আজও টিএসসিতে বসার কথা ছিল। যা আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছিলাম। এজন্য দফত (মিউজিক ইন্সট্রুমেন্ট) নিয়ে রিকশায় করে টিএসসির দিকে আসছিলাম। আসার সময় দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা অবস্থান করছে। তাদের গতিবিধি বুঝতে পেরে টিএসসির দ্বিতীয় গেইট দিয়ে বইমেলার দিকে চলে যাচ্ছিলাম। ডাচ বাংলার এটিএম বুথের ওখানে যাওয়ার পর সৈকতের অনুসারী ১০ থেকে ১৫ জন এসে আমার ওপর আক্রমণ করে।’
এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সহসভাপতি আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাপ্তাহিক কাওয়ালি আড্ডার জন্য ৬ থেকে ৭ জন টিএসসিতে এসেছিলাম সন্ধ্যায়। ছাত্রলীগের সৈকতের কর্মীদের উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করি। লুৎফর আমাদের একটু পরে এসেছে। এজন্য আমরা ওই মুহূর্তে তাঁকে ছাত্রলীগের কথা জানাতে পারিনি। তখনই ছাত্রলীগের কর্মীরা লুৎফরের ওপর আক্রমণ করে। পরে লুৎফরকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এরকম কোনো ঘটনা ঘটেনি। আমার লোকজন ওদের ওপর হামলা কেন করবে? কোনো কারণ নেই। ওরা নাটক করছে। এগুলো সব মিথ্যা ও বানোয়াট।’
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘জরুরি বিভাগে এমন কোনো ঘটনার রোগী আসেনি। বিষয়টি আমার জানা নেই।’