ঢাবির জহুরুল হক হলের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে সাঁতার কাটার সময় ডুবে মারা গেছেন ওই হলের এক শিক্ষার্থী। ডুবে যাওয়া ওই শিক্ষার্থীর নাম আরিফুর রহমান পলাশ। পুকুরে ডুবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে অন্য শিক্ষার্থীরা আরিফকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু, আইসিইউতে রেখেও শেষ রক্ষা হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আরিফ ডুবে যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলেরই আবাসিক ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায়।
আরিফের এক বন্ধু কাজী আশিক এনটিভি অনলাইনকে বলেন, ‘আরিফ আমাদের ব্যাচমেট। আজ সকালের নাস্তা করে সে প্রোগ্রামে গিয়েছিল। প্রোগ্রাম থেকে এসে ওর আরেক বন্ধুর সঙ্গে পুকুরে নামে। পুকুরে তারা দুজন সাঁতার কেটে পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে পার হচ্ছিল। অন্য পাড়ের কাছাকাছি গিয়ে ডুবে যায়।’
কাজী আশিক আরও জানান, ‘আরিফের সঙ্গে যে বন্ধু ছিল, সেও খুব ক্লান্ত থাকায় লোকজন ডাকাডাকি করতে থাকে। তখন হলের অন্য শিক্ষার্থীরা আসতে এবং পুকুরে নেমে আরিফকে খুঁজে পেতে সময় লেগে যায়। পরে পানি থেকে তোলার পর তাঁর অবস্থা খুবই খারাপ ছিল। এ অবস্থায় আরিফকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ঘণ্টাখানেকের মতো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। একপর্যায়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রহিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আরিফ পুকুরে গোসল করতে নেমেছিল। কিন্তু, দুঃখজনকভাবে সে ডুবে যায়। পরে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।’