ঢাবির শহীদুল্লাহ হলে ঢুকলেন শিক্ষার্থীরা, আধঘণ্টা অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলগুলোতে শিক্ষার্থীদের অবস্থানের পর এবার হলে ঢুকে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ঢোকেন শিক্ষার্থীরা। তবে তাঁরা হল প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হননি। সেখানে আধঘণ্টা থেকে ৪০ মিনিট অবস্থানের পর হল থেকে বের হয়ে যান তাঁরা।
জানা গেছে, শিক্ষার্থীরা আবাসিক হল খোলার দাবিতে হলে প্রবেশ করেন। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
একাধিক শিক্ষার্থী জানান, করোনা মহামারির কারণে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সব শিক্ষা কার্যক্রম চলছে। সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা নয়, এমন চিন্তা থেকেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে হলের গণিত বিভাগের শিক্ষার্থী মোনায়েম হোসেন বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। আমরা প্রভোস্ট স্যারের রুমের সামনে অবস্থান করছি। স্যার অনলাইন ক্লাসে আছেন। ক্লাস শেষ করলেই আমরা স্যারের সঙ্গে কথা বলব।’
শহীদুল্লাহ হল ছাত্র সংসদের জিএস সৌরভ বলেন, ‘সপ্তাহে দুই দিন অফিসিয়ালি হল খোলা থাকে। আজও সেভাবে হল খোলা ছিল। তালা খোলা ছিল বলে ৪০ থেকে ৫০ জনের মতো শিক্ষার্থী কক্ষে ঢুকে পড়েন। তাঁরা পরে আবার বেরিয়ে পড়েন। কিন্তু তাঁরা কোনোক্রমেই তালা ভাঙেননি। তালা নিরাপত্তা প্রহরীর মাধ্যমে খোলা ছিল।’
সৌরভ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী মাসের ১৩ তারিখ থেকে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার কথা বলেছে। এক্ষেত্রে মাসের শুরুতে খুলে দিলে শিক্ষার্থীদের বাকি ১৩ দিন দুর্ভোগ পোহাতে হবে না। কারণ, এখানে বেশিরভাগ শিক্ষার্থীই প্রত্যন্ত গ্রামাঞ্চলের। সুতরাং, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল খুলে দেওয়া উচিত।’
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়টি শুনেছি। তাঁদের সঙ্গে কথা বলব। দেখি কী করা যায়।’
এদিকে, আবাসিক হল খোলার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীরা। তাঁরা হল খোলার পক্ষে বিভিন্ন ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল খোলার দাবিতে আজ সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।