ঢাবি ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৮ শতাংশ : প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ শতাংশেরও বেশি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী খুলনায় ৯৮ দশমিক পাঁচ শতাংশ, রাজশাহীতে ৯৮ দশমিক পাঁচ, সিলেটকেন্দ্র শাবিপ্রবিতে ৯৭ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রামকেন্দ্র চবিতে ৯৮ দশমিক ৩৪ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
আজ শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফের সময় এসব তথ্য দেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
প্রক্টর বলেন, ‘সফলভাবে আনন্দময় পরিবেশে প্রত্যাশিতভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাদের সহকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক সংগঠন সবারই সহযোগিতা ছিল। ছাত্র সংগঠনগুলো ফুল দিয়ে পরীক্ষার্থীদের বরণ করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। পরীক্ষার্থীদের অভিভাবকগণও সহযোগিতা করেছেন।’
পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রক্টর বলেন, ‘ক্যাম্পাসের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। পরীক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাদের উপস্থিতিও ছিল খুব ভালো।’
ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘নিরবচ্ছিন্ন শিক্ষাকার্যক্রম চালিয়ে নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত কর্মজীবনে পাঠিয়ে দেওয়ার অঙ্গীকারে আমরা কাজ করছি। লস্ট রিকভারি প্ল্যানের মাধ্যমে শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে।’
এর আগে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্তৃপক্ষ বিশেষ করে উপাচার্যবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, আজ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ বিভাগীয় ৮ শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৩০ হাজার ৭১৯ জন। আগামী ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।