দুই সেমিস্টারের পরীক্ষা নেওয়ার পরই খুলবে জবি
আগামী ২৭ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে খোলা যাবে। তবে সেমিস্টার পরীক্ষাকে গুরুত্ব দিয়ে এখনই বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
আজ বুধবার এনটিভি অনলাইনের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।
অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ‘সামনে পরীক্ষা যেহেতু আছে এখন ক্লাস হওয়ার প্রশ্নই ওঠে না। পরীক্ষাটা হচ্ছে এখন প্রধান বিষয়। দুই সেমিস্টার হওয়ার পরই বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা ভাবনা। এর আগে ক্লাস হওয়ার সম্ভাবনা দেখছি না, সম্ভব না।’
কোষাধ্যক্ষ আরও বলেন, ‘আসলে পরীক্ষাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই একসঙ্গে পরীক্ষা নেওয়া, ক্লাস নেওয়া সম্ভব না।’
গতকাল ১৪ সেপ্টেম্বর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, এরপর দেশের বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।