নারায়ণগঞ্জের এবিসি স্কুলের ২৫ বছর পূর্তি উৎসব
‘ইস্ট অর ওয়েস্ট, এবিসি ইজ দ্য বেস্ট’—প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের রজতজয়ন্তী অর্থাৎ, ২৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নানান আয়োজনের প্রথম দিনে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে চাষাড়ায় স্কুলটির ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বাদ্যযন্ত্র বাজিয়ে, নানান রকম ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করে বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের শেখ রাসেল পার্কে গিয়ে শেষ হয়।
এদিন বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হাই।
এ সময় প্রিন্সিপাল আব্দুল হাই বলেন, ‘এবিসি ইন্টারন্যাশনাল স্কুল গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেইন করে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। গতানুগতিক ধারা বদলে শিক্ষার মান বজায় রেখে কাজ করে যাচ্ছে এবিসি স্কুল। শুধু বাংলাদেশে নয়, এখান থেকে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ পেয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল পারভিন আক্তার এবং আমন্ত্রিত অতিথিরা।