নির্বাচনকে ঘিরে জবিতে সরব শিক্ষক রাজনীতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ ঘিরে সরব হয়ে উঠেছে শিক্ষক রাজনীতি। আগামী ৮ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি নীলদলের দুইপক্ষের পাল্টাপাল্টি নির্বাচনী ইস্তেহার দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি দল এবং আরেক দল দুপুর ২টায় শিক্ষক মিলয়ানতনে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে ইস্তেহার দেয়।
সকালে সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. আবুল হোসেন-অধ্যাপক ড. মো. লুৎফর প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সহসভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসাররাত শামীম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিবেদিতা রায়, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার।
অধ্যাপক ড. মো. আবুল হোসেন-অধ্যাপক ড. মো. লুৎফর প্যানেল এর নির্বাচনী অঙ্গীকারে উচ্চশিক্ষা, উচ্চপদে নিয়োগ, গবেষণা বিষয়ক, চাকরি বিষয়ক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, দুপুর ২টায় নীলদলের অপর অংশ নির্বাচনী অঙ্গীকার ও অধ্যাপক মো. আশরাফ-উল-আলম-আলম-অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্যানেল ঘোষণা করা হয়। এ প্যানেলের সভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফ-উল-আলম-আলম, সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্যানেলে আরও আছে সহসভাপতি হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহার, কোষাধ্যক্ষ পদে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকুমার বেপারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি এম আল-আমীন।
এছাড়াও সদস্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ্ তাসফিক, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. রুমানা তাছমীন, আইন বিভাগের সহকারী মো. মেফতাহুল হাসান, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক সানজিদা আক্তার তান্নি।
অধ্যাপক মো. আশরাফ-উল-আলম-আলম-অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্যানেলের অঙ্গীকারে চাকরি স্থায়ীকরণ, গবেষণা, বিশ্ববিদ্যালয় আইনের অসংগতি দূরীকরণ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিমা নিয়ে মোট ১৭টি এজেন্ডা ঘোষণা এবং বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
নির্বাচনের সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সুরঞ্জন কুমার দাস এনটিভি অনলাইনকে বলেন, ‘গত ২৭ ও ২৮ অক্টোবর ছিল মনোনয়ন কেনা ও জমা দেওয়ার সময়। নির্বাহী পাঁচটি পদে ১০ জন মনোনয়ন কিনেছে অর্থাৎ প্রতি পদে দুইজন করে। সদস্য পদ হলো ১০টি, এর বিপরীতে মনোনয়ন কিনেছে ২২টি। গত ৩১ অক্টোবর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করি। সেখানে যতগুলো মনোনয়ন জমা পড়ে সব বৈধ বলে বিবেচিত হয়। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। দুজন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। মনোনয়ন প্রত্যাহারকৃতদের মধ্যে দুজন হলেন দীপিকা মজুমদার, অপরজন ড. আলীম। চূড়ান্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হয়েছে।’