পরীক্ষার্থীদের জন্য পরিবহণ চালু করছে জবি
আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হচ্ছে বিভিন্ন বর্ষের সেমিস্টার পরীক্ষা। এদিকে শিক্ষার্থীদের জন্য দীর্ঘ প্রায় দেড় বছর পর ফের চালু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। তবে শুধু পরীক্ষার্থীরাই বাসে যাতায়াত করতে পারবেন।
আজ শনিবার এনটিভি অনলাইনের সঙ্গে ফোনালাপে এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ।
পরিবহণ প্রশাসক বলেন, ‘এক শিফটে বাস চলাচল করবে, ডাবল শিফট সম্ভব না। সময়ের সঙ্গে মিলানোর ঝুঁকি আছে। বাসে শুধু পরীক্ষার্থীরা আসবে আর যাবে। এ বিষয়ে নোটিশ দিয়ে দেওয়া হবে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তো পাহারা দেওয়ার দরকার নাই। যাদের পরীক্ষা নেই তাঁরা বাসেও উঠবে না, ক্যাম্পাসেও ঢুকবে না। এসব শিক্ষার্থীদের স্বাস্থ্যগত স্বার্থে। এখন এ নিয়ম কেউ যদি লঙ্গন করে, আমাদের কাছে রিপোর্ট আসে তাহলে আমরা পদক্ষেপ নিব।
অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ আরও বলেন, যেহেতু বিভিন্ন বিভাগের রুটিনে পার্থক্য আছে তাই আমরা চেয়ারম্যানদের কাছে রুটিন চেয়েছি। রুটিনগুলো পর্যবেক্ষণ করে সকালে সবার আগের সময়টা ও একবারে শেষ সময়টা নির্ধারণ করবো। নির্ধারণের পর বাসের একটি সময়সূচি তৈরি করব। আগে শিক্ষার্থীদের যে যে রুটে বাস চলাচল করত একই রুটে বাসগুলো চলাচল করবে। বাস সকালে একবার ক্যাম্পাস আসবে, বিকেলে ক্যাম্পাস থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।