পরীক্ষার দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ
পরীক্ষার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে শিক্ষকদের অনুরোধে কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত করলেও পরীক্ষা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তাঁরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে ‘দ্রুত পরীক্ষা চাই, পরীক্ষা ছাড়া উপায় নাই’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে অবস্থান কর্মসূচি শুরু করে। পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান ও কলা অনুষদের ডিন ড. আহমেদুল বারীর আশ্বাসে আগামী শনিবার বিকেল ৫টা পর্যন্ত আন্দোলন স্থগিত করে।
শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই। ক্যাম্পাস কিংবা হল কোনোটাই খোলার প্রয়োজন নাই। সব বিভাগের পরীক্ষা চাই।
এদিকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে রয়েছে। এমতাবস্থায় দীর্ঘ সেশন জটে পড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তাতে আবেদন করতে পারছে না শিক্ষার্থীরা।
পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।