পূজার পরই জবির মেডিকেল সেন্টারে হচ্ছে করোনার টিকাকেন্দ্র
শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের টিকার আওতায় আনতে পূজার পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে স্থাপন করা হচ্ছে করোনার টিকাকেন্দ্র। এ কেন্দ্রে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হবে। আজ মঙ্গলবার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ।
অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ বলেন, ‘উপাচার্য মহোদয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেলের আলাপ হয়েছে। টিকাকেন্দ্রের বিষয়টি ফাইনাল। তারা এখন আমাদের লোকবল আছে কি না, তা দেখতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নার্স আমরা জোগাড় করে দিব। সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে।’
কোষাধ্যক্ষ আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকাকেন্দ্র অনুমোদিত হয়ে গেছে। এখন যেকোনো সময় চিঠি আসবে আমাদের হাতে।
গত ৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা করোনার টিকার আওতায় আসেননি। তাই জবির সবাইকে করোনার টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকাকেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।