প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
প্রশ্নফাঁস সংক্রান্ত কোনো গুজবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
ডা. দীপু মনি বলেন, ‘করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট পরিস্থিতির ওপর নির্ভর করে প্রয়োজন হলে শিক্ষার্থীদের কথা চিন্তা-ভাবনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা নেওয়া হবে।’
পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২৩ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পেছানো হয়েছে। ওই দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘আগামী বছর ক্লাস বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।’
শিক্ষামন্ত্রী জানান, এ বছর এইচএসসি পরীক্ষার্থী ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। সর্বমোট কেন্দ্র দুই হাজার ৬২১টি। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার ১৮৩টি।
বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয় এইচএসসি পরীক্ষা। পূর্বঘোষণা অনুযায়ী গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে (দেড় ঘণ্টায়) অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকছে না।