ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্রাবাসের নামকরণে নতুন সিদ্ধান্ত
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নতুন একটি ছাত্রবাস ও ছাত্রী নিবাসের নামকরণে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগে সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নামে ছাত্রবাস এবং তাঁর স্ত্রী আফসানা মোশাররফের নামে ছাত্রী নিবাসের নামকরণ করার কথা ছিল। নতুন নাম না দেওয়া পর্যন্ত এ দুটি নবনির্মিত ছাত্রাবাস ও নবনির্মিত ছাত্রী নিবাস নামে পরিচিত হবে।
গতকাল রোববার দুপুরে কলেজটির একাডেমিক কাউন্সিলের সভায় দুটি হলের নামকরণ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ছাত্রাবাস এবং আফসানা মোশাররফ ছাত্রীনিবাসের নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ আরও বলেন, ‘ফরিদপুর শহরের সুধীসমাজ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের মতামত এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্র-নেতৃবৃন্দের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় আগের নামকরণের প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটো নবনির্মিত ছাত্রাবাস ও নবনির্মিত ছাত্রী নিবাস হিসেবে পরিচিত হবে। পরবর্তীকালে একাডেমিক কাউন্সিলে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করা হবে।